দিগন্ত বিস্তৃত শবজি ও ধানক্ষেত আর সবুজের সমারহ নিয়ে উলাশী ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের পূর্বের সীমানা দিয়ে বয়ে গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমার এর নিজ হাতে কাটা খাল। এই ইউনিয়ন পরিষদের স্থাপন কাল ইং- ১৯৬২ সাল। এর সিমানা উত্তরে শার্শা ইউনিয়ন, দক্ষিনে বাগআচড়া ইউনিয়ন, পূর্বে ঝিকর গাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন এবং পশ্চিমে বেনাপোল ইউনিয়ন পরিষদ। যোগাযোগ ব্যবস্থা শার্শা উপজেলার সাতক্ষীরার মোড় ও জেলা সদর থেকে (যশোর- নাভারন - সাতক্ষীরা মহা সড়ক কুচে মোড়া বাসষ্টাণ্ড হতে পশ্চিম দিকে পানবুড়ি বাজার সংলগ্ন) পাকা সড়কে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস