Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপিল্যাক সভা ও কর্মশালা

ইউপিল্যাক কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলী

 

ইউপিল্যাক সচল হলে কি লাভ হবে?

  • ইউনিয়নে বসবাসরত শারিরীক এবং মানসিকভাবে নির্যাতিত ও নায্য অধিকার থেকে বঞ্চিত মানুষ আইনের আশ্রয় নিতে পারবে।
  • দালালদের দৌরাত্ব/উৎপাত বন্ধ হবে/কমে যাবে।
  • অযথা হয়রানী কমবে।
  • আদালত সম্পর্কে মানুষের অজানা ভয় দুর হবে।
  • মামলার কাগজপত্র উত্তোলন এবং আইনজীবীর ফিস  নির্যাতিতকে পরিশোধ করতে হবেনা।
  • অসহায়, অসচ্ছল, নির্যাতিত ও বিনা বিচারে আটক নারী ও শিশুরা আইনী সেবা গ্রহণ করতে পারবে।
  • অনগ্রসর জনগোষ্ঠির মানবাধিকার লংঘিত হলে তারা আইন সহায়তা গ্রহনে উদ্বুদ্ধ হবে।
  • দায়িত্ব প্রাপ্ত প্যানেলআইনজীবী আইন সহায়তা প্রদানে অবহেলা করলে ডিল্যাক এর নিকট অভিযোগ করা যাবে।
  • ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।